Saturday, August 02, 2025

91. Ash-Shams — আশ‑শামস- (সূর্য)

  1. শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের।
  2. শপথ চাঁদের, যখন তা সূর্য কিরণ তেলাওয়াত করে/পাঠ করে/প্রকাশ করে।
  3. শপথ দিনের যখন তা সূর্য কিরণ উদ্ভাসিত করে।
  4. শপথ রাতের, যখন তা সূর্য কিরণ আচ্ছাদিত করে।  
  5. শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর।
  6. শপথ জমিনের এবং যিনি তা (আসমানে) ভাসিয়ে রেখেছেন তাঁর। [এখানে ত্বহাহা এর অর্থ বিস্তৃত হবেনা। ৮৮:২০ ; ৭৯:৩০ এ একই অর্থ।]
  7. শপথ নফসের এবং তাঁর  যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন।
  8. তারপর তাকে তার অসৎকর্ম ও  সৎকর্মের জ্ঞান ইলহাম করে সতর্ক করেছেন। 
  9. নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে (তার নফসকে) পরিশুদ্ধ করেছে। 
  10. আর সে-ই ব্যর্থ হয়েছে, যে তাঁর (নাফস)-কে নোংরা-ময়লা-কলঙ্কিত‑কলুষিত‑দুষিত করেছে।
  11. সামূদ জাতি সীমালঙ্ঘন করে (আল্লাহর আদেশ) প্রত্যাখ্যান করেছিল।
  12. যখন তাদের সবচেয়ে হতভাগ্য (নিষ্ঠুর) ব্যক্তিটি (একটি মাত্র আদেশ লঙ্ঘনে)  তৎপর হয়ে উঠল।
  13. তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, তোমরা আল্লাহর উষ্ট্রীকে পানি পান করতে দাও।
  14. কিন্তু তারা প্রত্যাখ্যান করলো ও উষ্ট্রীকে হত্যা করলো। পরিণামে তাদের রব তাদের পাপের কারনে তাদেরকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন।
  15. আর তিনি তার যে কোন কাজের পরিণাম‑প্রতিশোধের ভয় করেন না।