Saturday, August 02, 2025

114. An-Nas — আন — নাস (মানবজাতি)

  1. বলো! আমি মানবজাতির রবের কাছে আশ্রয় চাই।
  2. মানবসমাজের মালিক এর (যে মালিকের সর্ব বিষয়ে পূর্ণ ক্ষমতা রয়েছে)।
  3. মানবজাতির বিধাতা-বিধানদাতা-আইনদাতার।
  4. খান্নাছের ওছওয়াছার অমঙ্গল ও ক্ষতি থেকে।
  5. যে সব মানুষের অন্তরে উস্কানি দেয়। [ওছওয়াছা= কুচিন্তা-খারাপভাবনা ও কর্মের  সাইকোলজিকাল উস্কানি] ৭:২০; ২০:১২০; ৫০:১৬]
  6. সেই খান্নাছ জ্বীন বা মানব যে জাতিরই হোক।  [ মানুষ শয়তান=২:১৪]

(Quran Research intel­li­gence Team ড্রাফট অনুবাদ)