Saturday, August 02, 2025

111. Al-Masad — আল — মাসাদ — (খেজুরের পাকানো রশি)

  1. ধ্বংস হবে গরম বাবার দুই হাত এবং সে নিজেও। (যেসব গড ফাদার/বাবারা বিদ্যা,বুদ্ধি, অর্থ বা ক্ষমতার দাপটে ও গরমে  মানবসমাজে  অরাজকতা,অশান্তি,দাঙ্গা,শাসনশোষন চালিয়ে যায়) (ক্ষমতা,রুপ,অর্থ,দাপট,বিদ্যা,বুদ্ধি,বংশ মযাদা  সব কিছুরই আগুনের মতো গরম রয়েছে) লাহাব= গরম,উষ্ণ,উত্তপ্ত,তপ্ত,জ্বলন্ত,তাপময়,দগ্ধ ৭৭:৩১]
  2. তার অঢেল ধন-সম্পদ এবং যা সে উপার্জন করেছে। সে সব তার কোনো কাজেই আসবে না।
  3. শীঘ্রই জ্বলবে সে উত্তপ্ত গরম তাপে।
  4. আর তার স্ত্রীও যে ইন্ধন জোগাতো। [হামাল- বহন করা, জোগার করা, জোগানো,উঠানো ৬:৩১,১৪৬; ৭:১৭৬; ৯:৯২; ১৬:৭,২৫; ১৯:২৭; ২০:১০০,১১১; ৩৩:৭২; ৩৫:১৮; ৬২:৫; ৬৯:১৪,১৭; ২:২৮৬]
  5. তার গর্দানে থাকবে—(অপমানের) দড়ি।

(Quran Research intel­li­gence Team ড্রাফট অনুবাদ)