- বলো ! আমি আশ্রয় চাই বিদীর্নের রবের কাছে। [ফালাক=বিদীর্ন ২৬:৬৩; ৬:৯৫,৯৬]
- তার সকল সৃষ্টির অমঙ্গল ও ক্ষতি থেকে।
- ঘোর‑কালো অন্ধকারের অমঙ্গল ও ক্ষতি থেকে যখন তা ছেয়ে যায়।
- প্রীতি ও মায়ার বন্ধনের মধ্যে চক্রান্তকারীর অনিষ্ট থেকে। উকাদ =বিয়ে বা আত্মার শক্ত বন্ধন=৪:৩৩; ৫:৮৯; ২:৩৫; ২:৩৭; মায়ার বন্ধন=৫:১২
- আর হিংসুটে লোকদের অনিষ্ট হতে, যখন তারা হিংসায় মেতে ওঠে।
(Quran Research intelligence Team ড্রাফট অনুবাদ)