Saturday, August 02, 2025

89. Al-Fajr — আল- ফজর (সময়)

  1. ভোরের শপথ।
  2. শপথ দশ রাতের ।
  3. শপথ জোড় ও বেজোড়ের।
  4. শপথ রাতের, যখন তা চলে যেতে থাকে।
  5. এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন‑জ্ঞানীর জন্য কোন শপথ আছে?
  6. তুমি কি দেখনি তোমার রব কি করেছিলেন ‘আদ জাতির সাথে? [7:65–72]
  7.  সুউচ্চ প্রাসাদের অধিকারী ইরাম জাতির সাথে?  [46:21]
  8. যার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নি? [26:128–134]
  9. আর (কী আচরণ করেছেন সামুদ জাতির)- সাথে যারা উপত্যকায় পাথর কেটে ঘরবাড়ি নির্মাণ করেছিল। [7:74, 15:82]
  10. এবং (কী আচরণ করেছেন) বহু সৈন্য শিবিরের অধিপতি ফির‘আউনের সাথে –  [20:43, 38:12, 43:78–79]
  11. যারা দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল।  [2:256, 4:60, 4:76, 16:36] 
  12. আর সেখানে তারা ব্যাপক বিপর্যয় বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।
  13. ফলে তোমার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।
  14. নিশ্চয়ই তোমার রব সবার উপর সতর্ক দৃষ্টি রাখছেন।
  15. মানুষ তো এমন যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন মর্যাদা ও নিয়ামত দান ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’
  16. আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিযিক সংকুচিত ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে লাঞ্ছিত‑অপমানিত করেছেন।’
  17. না (রিজিক) কক্ষনো (মান‑সম্মানের মানদন্ড) নয়, বরং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ কর না।
  18. আর তোমরা অভাবগ্রস্ত‑দরিদ্রকে খাবার খাওয়াতে একে অন্যকে উৎসাহিত করো না।
  19. আর তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ পুরোপুরি খেয়ে ফেল।
  20. আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত/খুব বেশী ভালবাসো।
  21. না না (এটা মোটেই ঠিক নয়), (কেয়ামতের কথা স্মরণ করো) যখন পৃথিবীকে চূর্ণ‑বিচূর্ণ করা হবে।
  22. আর যখন তোমার রব তাশরিফ রাখবেন আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে।
  23. আর সে দিন জাহান্নামকে (সামনাসামনি) নিয়ে আসা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?
  24. সে বলবে, “হায়, আফসোস, আমার (এখনকার চিরস্থায়ী) জীবনের জন্য আমি যদি কিছু (সৎকর্ম) আগে পাঠাতাম!”
  25. বস্তুত সেদিন (পাপিষ্ঠ জালিমদের) তিনি যে শাস্তি দেবেন তেমন (ভয়ংকর কঠিন) শাস্তি কেউ দিতে পারে না।
  26. এবং তিনি যেভাবে বাঁধবেন তেমন (শক্ত কঠিন) বাঁধনে কেউ বাঁধতে পারে না। [7:157]
  27. (অপর দিকে পূণ্যবান ব্যক্তিকে বলা হবে) হে প্রশান্ত নফস!  [13:28, 91:9]
  28. তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
  29. অতঃপর আমার (প্রিয়) বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।
  30. আর আমার জান্নাতে প্ৰবেশ কর।

(Quran Research intel­li­gence Team ড্রাফট অনুবাদ)