Saturday, August 02, 2025

80. Abasa — আবাসা (সে ভ্রু কুঁচকালো)

  1. সে ভীষনভাবে ভ্রু কুঞ্চিত করল এবং (বিরক্ত হয়ে) মুখ ফিরিয়ে নিলো। [আবাছা-ভয়ংকর,ভীতিপ্রদ 76:10]  [6:51,52, 8:62–64, 11:27, 18:28, 26:111–114] 
  2. কারন তার কাছে (কুরআন জানতে) এক অন্ধ লোক এসেছে।
  3. তুমি কেমন করে জানবে? সে (কুরআনের বাণী শুনে) হয়তো পরিশুদ্ধ হত!/নিজেকে শুধরে নিতো?
  4. অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
  5. পক্ষান্তরে যে বেপরোয়া-উগ্র –
  6. তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ;
  7. অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তাতে তোমার কোন দায়-দায়িত্ব নেই। [৫০:৪৫; ১০:৯৯; ১৮:২৯; ১২:১০৩,১০৬; ৫:৯৯; ২:১১৯,২৭২; ৪:১০৫,১০৭; ৫:৪৮,৬৭; ৬:৪৮,১০৭; ১০:১৫]
  8. অপরদিকে যে তোমার কাছে দৌড়ে ছুটে আসল–
  9. আর তার মধ্যে (আল্লাহর) ভয়ও আছে । [2:2; 50:31,32,33;  3–15+16+17, 3–133-135, 2:177]
  10. অথচ তুমি তার প্রতি অবজ্ঞা-অবহেলা-অমনোযোগী হলে?
  11. না না, (কক্ষনো এমনটা করবে না) নিশ্চয়ই এই কোরআন উপদেশ বাণী।
  12. সুতরাং, যার খুশি এ (কুরআনের) উপদেশ স্মরণ রাখবে।
  13. (এটা লিখিত আছে) এমন সহীফাসমূহে, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ
  14. উচ্চ স্তরের, পবিত্র।
  15. লেখকদের হাতে,
  16. যারা সম্মানিত ও পুণ্যবান।
  17. মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ! (আদেশ অমান্যকারী)
  18. (একটু চিন্তা করে দেখুক) আল্লাহ তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
  19. শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
  20. তারপর তার জন্য পথ সহজ করে দেন
  21. তারপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরে পাঠান। [কবর:-ঘুমিয়ে থাকার জায়গা-36:52]
  22. তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে আবার জীবিত করবেন।
  23. না না, তিনি তাকে যা (করার) আদেশ করেছেন, সেতো তা পালন করেনি।
  24. মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক
  25. আমি প্রচুর পরিমাণে পানি ঢেলে দেই (দান করি);
  26. তারপর আমিই তো যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
  27. তারপরে আমিই তাতে শস্য‑ফসল উৎপন্ন করি।
  28. আঙ্গুর ও শাক‑সবজি,
  29. আর জলপাই ও খেজুর।
  30. নিবিড়-ঘন বাগ‑বাগিচা-উদ্যান,
  31. আর ফলমূল ও তৃণলতা।
  32. তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য।
  33. তারপর যেদিন কান‑ফাটানো আওয়াজ আসবে –(তখন এ অকৃতজ্ঞতার পরিণাম টের পাবে।)
  34. সেদিন মানুষ আপন ভাই‑(বোন)দের কাছ থেকে দূরে পালিয়ে যাবে।
  35. তার নিজের মা ও বাবার কাছ থেকেও।
  36. তার স্ত্রী ও ছেলেমেয়েদের থেকে।
  37. সেদিন প্রত্যেকটি মানুষেরই এমন এক গুরুতর অবস্থা হবে যা তাকে (অন্যদের থেকে) গাফেল করে রাখবে। (অর্থাৎ সে শুধু নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত থাকবে।)
  38. সেদিন কিছু কিছু চেহারা হবে উজ্জ্বল।
  39. হাসি ও আনন্দে ভরপুর।
  40. আর অনেক চেহারা সেদিন হবে  ধূলিমলিন।
  41. সেগুলোকে আচ্ছন্ন করবে অন্ধকার‑কালিমা।
  42. এরাই তো সেই দল, যারা (আয়াত উপেক্ষাকারী-গোপনকারী) কাফির, পাপিষ্ঠ।