আদ দুহা-উজ্বল (সূর্য) কিরণ;

দি গ্রেট কুরআন (বাংলা ভার্সন)

আদ দুহা-উজ্বল (সূর্য) কিরণ;

  1. কসম (সকালের) উজ্বল কিরণের।                                                                                   [৭:৯৮; ২০:৫৯; ৭৯:২৯;৯১:১; ৭৯:৪৬] 
  2. কসম রাতের যখন তা হয় শান্ত‑নিঝুম।
  3. তোমার রব তোমাকে ছেড়ে যাবেন না/ত্যাগ করবেন না। আর অসন্তুষ্টও হবেন না।
  4. তোমার আগামীর ভবিষ্যৎ গত হওয়া অতীতের চেয়ে সুন্দর-উৎকৃষ্ট।           [খায়ের:-শ্রেয়-কল্যাণকর-মঙ্গলময়-দারুণ‑সেরা-মনোরম-অত্যুত্তম-অসাধারণ‑বিশিষ্ট‑উৎকৃষ্ট‑প্রশংসনীয়-মনোহর-মধুর‑মনোজ্ঞ,রমণীয়-মোহনীয়-অনুপম-উত্তম‑দারুণ‑সুন্দর-মনোরম-চমৎকার‑মনোমুগ্ধকর-আকর্ষণীয়-অসাধারণ-অতুলনীয়-] [আখিরাত:-পরবর্তী সময়- ইসলামিক ফাউন্ডেশন+মুফতি তকি উসমানি,আহসানুল বয়ান,তাইসিরুল কুরআন।]
  5. আর শীঘ্রই তোমার রব তোমাকে এতবেশী দেবেন যে, তুমি উচ্ছ্বসিত‑উৎফুল্ল‑খুশিতে আত্মহারা হয়ে যাবে।                                                                                                                               [আ’তঅ:-আনন্দিত‑প্রফুল্ল‑সন্তুষ্ট‑উল্লসিত‑উচ্ছ্বসিত‑পরিতৃপ্ত‑তৃপ্ত‑হাসিখুশি-উৎফুল্ল]
  6. তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তারপর আশ্রয় দিয়েছেন।                                                 [আল্লাহর সামনে দাঁড়াবো সবাই এতিম,নিঃসঙ্গ,একাকী :-6:94, 19:95]
  7. আর তিনি তোমাকে পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায়। তারপর (হেদায়েতের সঠিক) পথ দেখিয়েছেন।                                                                                                                     [দললা:-পথভ্রষ্ট:-১:৭; ৫:৬০; ৭:১৭৯; ২৫:৩৪,৪২,৪৪; ৪:৬০,৮৮,১১৩,১১৯,১৩৬,১৪৩; ৭:৩৮,১৫৫,১৭৮,১৮৬; ১৩:২৭,৩৩; ১৪:৪,২৭,৪০]
  8. তিনি তোমাকে পেয়েছিলেন অভাবগ্রস্ত‑দরিদ্র‑নিঃস্ব অবস্থায়। এরপর (তোমাকে) ধন-সম্পদশালী-বিত্তবান‑ধনী বানিয়ে দিলেন।                                                   [আইল:-অভাবগ্রস্ত,দরিদ্র,নিঃস্ব ৯;২৮,৯৩:৮; গণি:- ধনি,ধন-সম্পদশালী ৩:১৮১: ৪:১৩৫; ৯:৯৩; ৫৯:৭]
  9. সুতরাং তুমি ইয়াতীমের প্রতি নির্মম‑নিষ্টুর‑কঠোর হয়ো না।                                                           [কাহহার:- নির্মম‑নিষ্টুর‑নির্দয়-পাষাণ‑রুক্ষ‑দয়াহীন‑নৃশংস‑হিংস্র‑রুঢ়-পাষন্ড‑কঠোর]
  10. আর সাহায্যপ্রার্থী-ভিক্ষুক বা প্রশ্নকারীকে ধমক বা বকা দিওনা।
  11. আর তোমার রবের নিয়ামতের হাদিস বর্ণনা করো।

[কুরআনই মহান আল্লাহ প্রদ্ত্ত সবচেয়ে বড় নিয়ামত। সুরা ইউনুসের ৫৭ আয়াতে আল্লাহ বলেন- “হে মানব জাতি-তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশবাণী ও অন্তরের রোগের চিকিৎসা-শিফা আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত।সুরা যুমারের ২৩ আয়াতে এই কুরআনকেই আহসানাল হাদিস বলা হয়েছে।সুরা জাসিয়ার ৬ আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আল্লাহর আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? রাসুলের দায়িত্ব এই আহসানাল হাদীস প্রচার,প্রসার ও পৌঁছে দেয়া। সুরা মায়েদা ৬৭ ও ৯৯ আয়াতে যা পরিষ্কার।]

  • (Quran Research intel­li­gence Team ড্রাফট অনুবাদ)

1 thought on “আদ দুহা-উজ্বল (সূর্য) কিরণ;

  1. সালামুন আলাইকুম, QRIT.
    আলহামদুলিল্লাহ, তথ্য যুক্ত এবং সময়োপযোগী হয়েছে। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। এবং আপনাদের প্রজ্ঞা আরও বৃদ্ধি করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *