৭০.মাআরিজ- উন্নয়নের সোপান

দি গ্রেট কুরআন (বাংলা ভার্সন)

                   ৭০.মাআরিজ- উন্নয়নের সোপান

  1. প্রশ্নকারী সেই আযাব সম্পর্কে প্রশ্ন করল যা অবশ্যই সংঘটিত হবে।
  2. কাফিরদের উপর, তা প্রতিরোধ করার কেউ নেই।
  3. আল্লাহর পক্ষ থেকে, যিনি মায়ারিজের অধিকারী।                                                                       [মায়ারিজ- সিঁড়িসমূহ, সোপান, ধাপ, স্তর]
  4. ফেরেশতাগণ ও রূহ আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যার পরিমাণ      (তোমাদের দুনিয়ার হিসেবে) পঞ্চাশ হাজার বছর।                          [13:17, 22:47, 32:5, 35:10, 78:38, 97:4]
  5. সুতরাং ধৈর্য ধারণ কর‑স্নিগ্ধ‑সুন্দর ধৈর্য।
  6. তাদের দৃষ্টিতে সে জিনিস অনেক অনেক দূরে।
  7.  কিন্তু আমার দৃষ্টিতে তা যে খুবই কাছে।
  8. সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর মতাে।
  9. আর পাহাড়-পর্বতগুলো হবে রঙিন পশমের মত।
  10. কোন অন্তরঙ্গ বন্ধু আরেক বন্ধুকে কোনো কথাই যে জিজ্ঞাসা করবে না/খবরও নেবে না।
  11. (যদিও) তাদের পরস্পর পরস্পরকে দেখানো হবে। (অর্থাৎ সবাই সবাইকে দেখলেও কেউ কারো খোঁজ‑খবর নেবে না।) অপরাধী সেদিন শাস্তি থেকে বাঁচার বিনিময়ে দিতে চাইবে নিজের সন্তান‑সন্ততিকে। [ফিদিয়া- বিনিময়, মুক্তিপণ, ক্ষতিপূরণ] 
  12. আর তার সঙ্গী-সাথী (স্বামী বা স্ত্রী) এবং নিজের ভাই (বোনকে)ও-
  13. আর পরিবার‑পরিজন‑স্বজন, যাদের সাথে সে বাস করেছে।
  14. আর দুনিয়া-জাহানের বুকে যত লোক রয়েছে, তাদের বিনিময়ে সে নিজেকে আজাব থেকে মুক্ত করতে চাইবে।
  15. না, কক্ষনো তা হবে না। নিঃসন্দেহে তা তো এক (ভয়ানক জাহান্নামের) জ্বলন্ত অগ্নিশিখা।
  16. দেহের চামড়া ঝলসে তুলে ফেলবে।
  17. (জাহান্নামের আগুনের শিখা) তাদেরকে ডাকতে থাকবে,  যে (কুরআনের সত্যকে) এড়িয়ে পিঠ ফিরিয়ে চলে গিয়েছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।
  18. এবং (অর্থ‑সম্পদ) সঞ্চয় করেছিলো অতঃপর তা সযত্নে সংরক্ষণ করে আগলে রেখেছিলো।
  19. নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থিরমনা-অধৈর্য করে।
  20. যখন তাকে দুঃখ‑কষ্ট‑বিপদ স্পর্শ করে তখন সে অত্যন্ত অস্থির‑অতিমাত্রায় উৎকন্ঠিত হয়ে ঘাবড়ে যায়।
  21. আর যখন তাকে সুখ‑স্বাচ্ছন্দ্য‑কল্যাণ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ‑হাড় কিপটে।
  22. তবে (আল্লাহ ও তার কুরআনের সাথে) সংযোগ স্থাপনকারীরা এ রকম নয়।
  23. যারা তাদের সংযোগে সদা নিষ্ঠাবান‑নিয়মিত।
  24. যাদের ধন-সম্পদে নির্দিষ্ট হক (ন্যায্য অধিকার) আছে-
  25. সাহায্যপ্রার্থী ও বঞ্চিতদের জন্য।     [ ছাবিল- প্রশ্নকারী, জিজ্ঞাসাকারী, সাহায্যপ্রার্থী]
  26.  যারা (সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েম) দিবসকে সত্য বলে জানে ও মানে। 
  27. আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত‑কম্পিত,
  28. নিশ্চয়ই তাদের রবের শাস্তি থেকে কেউই নিরাপদ নয়।
  29. আর যারা তাদের লজ্জাস্থান/গোপন অঙ্গের হিফাযতকারী।
  30. তবে নিজেদের জোড়া (স্বামী কিংবা স্ত্রী) অর্থ্যাৎ যারা অঙ্গীকারসূত্রে তাদের অধিকারভুক্ত হয়েছে তারা ছাড়া। তাহলে সে ক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না।                                  [আও- Or=That is=And  ; Sab­bir Ahmed Trans­la­tion 23:5–7]
  31.  কিন্তু যে কেউ এর বাইরে অন্য কাউকে খুঁজবে, তারাই সীমালংঘকারী-বিদ্রোহী।
  32. আর যারা তাদের আমানত ও ওয়াদা রক্ষা করে,
  33. আর যারা তাদের সাক্ষ্য দানে (ইনসাফের ওপর) সুদৃঢ়-অটল-অবিচল।
  34. আর নিজেদের সংযোগে হাফেজ। [হাফেজ- যত্নবান, সংরক্ষক, হেফাজতকারী]
  35. তারাই হবে জান্নাতে সম্মানিত‑মর্যাদাবান।
  36. কাফেরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন প্রচার ও পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য)
  37. ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,
  38. তাদের প্রত্যেকেই কি এই আশা করে যে, তাকে নিয়ামাতে-পরিপূর্ণ (মহাসুখের) জান্নাতে দাখিল করা হবে?
  39. কক্ষনো নয়-তা হবেনা, আমি তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে।
  40. পূর্ব আর পশ্চিম দিকসমূহের রবের শপথ! আমিই তো মহাশক্তির অধিকারী- সব কিছু করতে সক্ষম।
  41. তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ নিয়ে আসতে, আর আমরা তাতে অক্ষম নই।
  42. কাজেই তাদেরকে অহেতুক যুক্তিতর্ক- বাক‑বিতন্ডা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা সেদিনের মোকাবেলা করে যে দিনের ও‘য়াদা তাদেরকে দেয়া হয়েছে।
  43. যেদিন তারা আজদা থেকে দ্রুত বের হবে; (মনে হবে) যেন তারা কোন এক লক্ষ্যের দিকে প্রচন্ড বেগে ছুটছে, 
  44. এমন অবস্থায় যে তাদের চোখগুলো নুয়ে থাকবে-দৃষ্টি হবে অবনত, লজ্জা-অপমান‑লাঞ্ছনা তাদের চেহারা ঘিরে রাখবে। এটাই সেই দিন, যার ওয়াদা তাদের সাথে করা হয়েছিলো।   

                                                                                                                          (Quran Research intel­li­gence Team ড্রাফট অনুবাদ)

(Quran Research intel­li­gence Team ড্রাফট অনুবাদ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *